সোশ্যাল মার্কেটিং কোম্পানী (এসএমসি) দীর্ঘদিন ধরে সারাদেশে জাতীয় লক্ষ্যমাত্রা অর্জনে প্রজনন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা এবং শিশু স্বাস্থ্য বিষয়ে কাজ করে আসছে। বর্তমানে এসএমসি দাতা সংস্থা USAID এর আর্থিক সহায়তায় প্রাইভেট সেক্টরের সেবা প্রদানকারীগনকে সম্পৃক্ত করে স্বল্প মেয়াদী ও দীর্ঘমেয়াদী পরিবার পরিকল্পনা (আইইউডি ও ইমপ্ল্যান্ট) পদ্ধতি বিষয়ক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে প্রকল্প বাস্তবায়ন করছে। এই কার্যক্রম ও সেবাকে আরো গতিশীল করার লক্ষ্যে প্রকল্পের প্রমোশনাল ক্যাম্পেইন এর আওতায় মাঠপর্যায়ে চুক্তিভিত্তিক কিছু সংখ্যক নারী কর্মী নিয়োগ করা হবে।
- wbw`©ó GjvKvq jw¶Z Rb‡Mvwôi g‡a¨ `xN©‡gqv`x cwievi cwiKíbv c×wZi Pvwn`v m„wó I c×wZ MÖn‡Y Drmvn evov‡bv|
- `xN©‡gqv`x cwievi cwiKíbv c×wZi m¤¢ve¨ MÖnxZvi ZvwjKv ˆZwi I wbqwgZ d‡jv-Avc Kiv|
- evwo evwo wM‡q Ges wbw`©ó Wv³v‡ii †P¤^v‡i A‡cÿgvb †mev MÖnxZv‡`i mv‡_ AvšÍte¨w³K †hvMv‡hv‡Mi gva¨‡g m¶g `¤úwZi gv‡S `xN©‡gqv`x mn wewfbœ cwievi cwiKíbv c×wZ msµvšÍ m‡PZbZv e„w× I cÖ‡qvR‡b †mev MÖn‡b mnvqZv wbwðZ Kiv|
স্নাতক (সমাজ বিজ্ঞানে অগ্রাধিকার)
শুধুমাত্র নারী প্রার্থীগণ আবদেন করতে পারবনে।
আগ্রহী প্রার্থীগণকে তার র্পূণ জীবনবৃত্তান্ত (দুইজন অনাত্মীয় পরচিয়দানকারীর নামসহ), সাম্প্রতকি সময়রে তোলা এক কপি পাসর্পোট সাইজ ছবি সহ জিএম, এইচআরএ, এসএমসি, এসএমসি টাওয়ার, লভেলে-১২, ৩৩ বনানী বা/এ, ঢাকা-১২১৩, বরাবরে আবদেনপত্র প্রেরণের জন্য অনুরোধ করা হচ্ছ।
খামের উপর অবশ্যই পদ ও জেলার নাম উল্লখে করতে হব।
এসএমসি সকল প্রার্থীদেরকে সমান সুযোগ প্রদানে বিশ্বাসী।
Last Date of Application : November 9, 2024