সোশ্যাল মার্কেটিং কোম্পানী একটি বৃহৎ, সুপরিচিত, স্বাস্থ্যসেবায় নিয়োজিত সংস্থা, যার “বিসিসি ক্যাম্পেইন অন এলএপিএম প্রোগ্রোমে” মাঠ পর্যায়ের জন্য চুক্তিভিত্তিক কমিউনিটি মবিলাইজার নিয়োগ করা হবে।
• পরিবার পরিকল্পনার দীর্ঘমেয়াদী ও স্থায়ী পদ্ধতির চাহিদা সৃষ্টির জন্য নির্দিষ্ট কর্মএলাকার লক্ষ্যভুক্ত জনগোষ্ঠির মাঝে আচরন পরিবর্তন বিষয়ক প্রকল্প কার্যক্রম পরিচালনা করা।
• দীর্ঘমেয়াদী ও স্থায়ী পদ্ধতির সম্ভাব্য গ্রহীতার তালিকা তৈরী ও নিয়মিত ফলোআপ করা ।
• পরিবার পরিকল্পনা পদ্ধতি গ্রহনে আন্তঃব্যক্তিক যোগাযোগের মাধ্যমে সচেতনতা বৃদ্ধি ও চাহিদা সৃষ্টি করা।
• সেবা গ্রহীতাকে এসএমসি ক্লিনিক এবং সরকারী-বেসরকারী স্বাস্থ্য সেবা প্রতিষ্ঠানের সাথে আন্তঃসম্পর্ক স্থাপনের মাধ্যমে সেবা প্রদানে সহযোগিতা করা।
• নির্দিষ্ট কর্ম এলাকার লক্ষ্যভুক্ত জনগোষ্ঠির স্বাস্থ্য বিষয়ে আচরন পরিবর্তনের জন্য বিভিন্ন দলীয় সভা, এডভোকেসী সভা ও মোবাইল ফিল্ম প্রোগ্রাম বাস্তবায়নে সহযোগিতা করা।
এইচএসসি/ সমমান
শুধুমাত্র নারী প্রার্থীগণ আবদেন করতে পারবনে।
আগ্রহী প্রার্থীগণকে তার র্পূণ জীবনবৃত্তান্ত (দুইজন অনাত্মীয় পরচিয়দানকারীর নামসহ), সাম্প্রতকি সময়রে তোলা এক কপি পাসর্পোট সাইজ ছবি সহ জিএম, এইচআর এন্ড এডমিন, এসএমসি, এসএমসি টাওয়ার, লভেলে-১২, ৩৩ বনানী বা/এ, ঢাকা-১২১৩, বরাবরে আবদেনপত্র প্রেরণের জন্য অনুরোধ করা হচ্ছ।
খামের উপর অবশ্যই পদের নাম উল্লেখ করতে হবে।
এসএমসি সকল প্রার্থীদেরকে সমান সুযোগ প্রদানে বিশ্বাসী।
Last Date of Application : February 24, 2025