আগ্রহী প্রার্থীকে পূর্ণ জীবনবৃত্তান্ত, মোবাইল ফোন নং, সা¤প্রতিক সময়ের দুই কপি পাসপোর্ট সাইজ রঙ্গিন ছবি, জাতীয় পরিচয়পত্রের ফটোকপি, শিক্ষাগত যোগ্যতার সনদপত্রের ফটোকপি, ৩ জন পরিচয়দানকারীর (আত্মীয় নয়) নাম, পেশা, ঠিকানা ও মোবাইল ফোন নং সহ ১৬ মার্চ, ২০২৫ ইং তারিখের মধ্যে মানব সম্পদ বিভাগ, এসএমসি এন্টারপ্রাইজ লিমিটেড, এসএমসি টাওয়ার, ৩৩ বনানী বাণিজ্যিক এলাকা, ঢাকা -১২১৩ বরাবর প্রেরণের জন্য অনুরোধ করা হচ্ছে। খামের উপর আবেদনকৃত পদের নাম উল্লেখ করতে হবে।
এসএমসি এন্টারপ্রাইজ লিমিটেড এর এফএমসিজি ফ্যাক্টরি ভবানীপুর গাজিপুরের এডমিনিস্ট্রেশন বিভাগে “এডমিন সুপারভাইজার” পদে ০১ জন চুক্তিভিত্তিক কর্মী নিয়োগ করা হবে। আবেদনকারীকে অবশ্যই নিম্নলিখিত শর্তপূরণ সাপেক্ষে আবেদন করতে হবেঃ দায়িত্বসমুহ: এটেনডেন্স সিস্টেমের মাধ্যমে দৈনিক উপস্থিতি ও ওভারটাইম নিরীক্ষা করাএবং আপডেট করা ওভারটাইম, যাতায়াত ভাতা, শিফটিং ভাতা এবং নাইট অ্যালাউন্স শীট প্রস্তুত করা কর্মীদের শিফট পরিবর্তন রিপোর্ট এবং ছুটির রেজিস্টার সংরক্ষণ করা কর্মীদের পোষাক, লন্ড্রি ও লকার ব্যবস্থাপনা নিশ্চিত করা এবং যানবাহন খরচের সারাংশ প্রস্তুত করা আউটসোর্সড কর্মীর উপস্থিতি ও ওভারটাইম নিরীক্ষণ এবং সকল রেকর্ড সংরক্ষণ করা (যেমন নিয়োগ এবং পৃথকীকরণ সংক্রান্ত নথি) কর্মীদের ব্যক্তিগত ফাইল রক্ষণাবেক্ষণ করা এবং কারখানার প্রশাসনিক কর্তৃপক্ষ দ্বারা সরবরাহ করা সকল নথি সংরক্ষণ করা নোটিশ বোর্ডে সমস্ত নোটিশ টাঙানো নিশ্চিত করা অথবা উল্লিখিত কর্মীদের মধ্যে বিতরণ করা সর্বদা প্রশাসনিক এলাকা এবং প্রোডাকশন ফ্লোরের পরিচ্ছন্নতা ও স্বাস্থ্যবিধি নিশ্চিত করা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ কর্র্তৃক নির্ধারিত অন্য যে কোন কাজ
Bachelor/Honors
Last Date of Application : March 22, 2025